শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

কাপাসিয়ায় নিখোঁজের দুইদিন পর বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৫ Time View
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: 
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুইদিন পর বীর মুক্তিযোদ্ধা এম এ গনি এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বীরমুক্তিযোদ্ধা  গনি শেখ (৭০) উপজেলার নলগাঁও খয়ড়াপাড়া গ্রামের মৃত কামাল শেখ এর ছেলে।
আজ রবিবার দুপুর ১টায় গ্রামের বাড়ীর পাশে ধানক্ষেত সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ভাতিজা রতন শেখ জানান, নিহতের স্ত্রী, ছেলে ও মেয়ে গাজীপুরের মির্জাপুরে এলাকায় বসবাস করেন। তিনি একাই গ্রামের বাড়ীতে বসবাস করতেন। গতকাল শনিবার সকাল থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোনটি নিজ বসত ঘরে রিং হওয়ার শব্দ শোনা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে নিহতের এক প্রতিবেশি লোকমান মিয়া তার নিজের জমি দেখতে গেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন  জানান, স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, মুক্তিযুদ্ধা গনি শেখ  অসুস্থ ছিলো। তার হার্টে সমস্যা ছিলো।অসুস্থ শরীর নিয়ে তিনি তার নিজের ফসলী জমি, সবজি বাগান দেখতে গিয়েছিলো। হয়তো বুকে ব্যথা উঠছিলো।
এ ঘটনায় তদন্ত চলছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে তিনি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাপাসিয়া উপজেলা কমান্ডা এর সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বজলুল রশিদ মোল্লা  জানান, তিনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তার মৃত্যুর খবর পেয়ে আমার সহকর্মীকে বলেছি, এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category