শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

ট্রাম্পের ছাঁটাই অভিযানে চাকরি হারিয়েছেন প্রায় ১০ হাজার কর্মী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ Time View

মার্কিন প্রশাসনে ছাঁটাই অভিযান অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে নয় হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এই ছাঁটাই কার্যক্রম স্বরাষ্ট্র, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের ওপর প্রভাব ফেলেছে। বিশেষ করে যেসব কর্মীর চাকরির মেয়াদ এক বছর হয়নি, তারা বেশি সংখ্যায় চাকরি হারিয়েছেন, কারণ তাদের চাকরির নিরাপত্তা তুলনামূলকভাবে কম।

হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাতে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানায়, ট্রাম্পের স্বেচ্ছা অবসর গ্রহণ প্রস্তাবে সম্মত হওয়া প্রায় ৭৫ হাজার কর্মীর পাশাপাশি ১০ হাজারের মতো কর্মী ছাঁটাই হয়েছেন। দেশটিতে প্রায় ২৩ লাখ সরকারি কর্মী থাকলেও এ পর্যন্ত প্রায় তিন শতাংশ কর্মী কমিয়ে ফেলা হয়েছে।

ট্রাম্পের অভিযোগ, অতিরিক্ত কর্মী থাকায় সরকারে অর্থ অপচয় ও জালিয়াতি বাড়ছে। বর্তমানে সরকার প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণের নিচে রয়েছে এবং গত বছর ১.৮ ট্রিলিয়ন ডলার ঘাটতিতে পড়েছে, যা সংস্কারের প্রয়োজন।

কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন করলেও ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট কংগ্রেসের সাংবিধানিক অর্থ ব্যবস্থাপনা কর্তৃত্বকে উপেক্ষা করছেন।

ট্রাম্প ও মাস্কের এই ছাঁটাই অভিযানের পাশাপাশি সরকারি কর্মীদের চাকরির নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনার চেষ্টা চলছে। তারা বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করেছেন এবং ইউএসএইড ও গ্রাহক আর্থিক সুরক্ষা ব্যুরোর মতো সংস্থাগুলো প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা করছেন।

রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এবং ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (NIH) প্রায় অর্ধেক শিক্ষানবিস কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।

ছাঁটাই প্রক্রিয়ার ফলে জরুরি সেবাগুলোও ক্ষতির সম্মুখীন হয়েছে। লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলের এক মাস পরও বন পরিষ্কারের কাজ স্থগিত রয়েছে।

এদিকে, মাস্কের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (DOZE) পরিচালনার পদ্ধতি নিয়ে সমালোচনা উঠেছে। সমালোচকদের মতে, এই ছাঁটাই অর্থ সাশ্রয়ের পরিবর্তে আদর্শগত উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেনট সব সমালোচনা উড়িয়ে দিয়ে জানান, বিভিন্ন সংস্থায় অডিট চলছে।

বিশেষজ্ঞরা মনে করেন, মাস্কের এই অভিযান মূলত তরুণ প্রকৌশলীরা পরিচালনা করছেন, যাদের সরকারি কাজে অভিজ্ঞতা নেই। তারা বলছেন, এই ছাঁটাই অর্থনৈতিক বিশ্লেষণের চেয়ে রাজনৈতিক দর্শনের দ্বারা বেশি প্রভাবিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category