অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নতুন করে আরও ৩৪৩ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছেন আরও এক হাজার ১৭৮ জন।
এছাড়া অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শটগান কার্তুজ, ৩টি ছুরি, ৩টি তলোয়ার, ১টি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড ও ৪টি রামদা উদ্ধার করা হয়।
এদিকে অপারেশন ডেভিল হান্টে রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মেট্রোতে ২৭৪ জন ও রেঞ্জে ১০৩৪ জন।
Leave a Reply