বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ৪৫০ ছাড়ালো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৩ Time View

ইরানে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪৫০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৪৬ জন।

মঙ্গলবার (১৭ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এইচআরএএনএ’র বরাত দিয়ে জানিয়েছে, নিহত ৪৫২ জনের মধ্যে ২২৪ জন বেসামরিক এবং ১০৯ জন সামরিক বাহিনীর সদস্য। আহতদের মধ্যে বেসামরিক ১৮৮ জন এবং সামরিক সদস্য ১২৩ জন।

তবে নিহত ১১৯ জন এবং আহত ৩৩৫ জনের পরিচয় এখনো নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে ইরান সরকারের পক্ষ থেকে এতজন হতাহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এর আগেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বিমান হামলায় অন্তত দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই সামরিক অভিযানে রাজধানী তেহরানসহ একাধিক সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সংঘাত শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে কোনো কূটনৈতিক উদ্যোগ গৃহীত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category