শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

ইউক্রেনে একরাতেই ৩৫৫টি ড্রোন হামলা রাশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৭ Time View

রাশিয়া ইউক্রেনের ওপর এক রাতেই ৩৫৫টি ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কিয়েভ। এটি ২০২২ সালে আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলাটি চালানো হয় এমন এক দিনে, যার আগের দিন রুশ হামলায় নিহত হয় কমপক্ষে ১৩ জন।

কিয়েভ থেকে এএফপি জানায়, এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘সম্পূর্ণ পাগল’ বলে মন্তব্য করেন, যা ছিল ক্রেমলিনের বিরুদ্ধে তার বিরল এক প্রকাশ্য সমালোচনা।

ওই সময় রাশিয়া ইউক্রেনে ব্যাপক বোমা হামলা চালাচ্ছিল এবং একই সময়ে চালছিল বৃহত্তম বন্দিবিনিময় কার্যক্রম।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া ৩৫৫টি ‘শাহেদ’ ধরনের ড্রোনসহ নয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অনেকগুলো ছিল বিভ্রান্তিকর ‘ডিকয়’ ড্রোন।

বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগ্নাত বিষয়টি নিশ্চিত করে এএফপি’কে বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা।

সোমবারের এই ড্রোন হামলার আগে কিয়েভ পুরো সপ্তাহান্তকে ‘সন্ত্রাসের সপ্তাহান্ত’ হিসেবে উল্লেখ করেছে।

সর্বশেষ হামলায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর না থাকলেও গত ২৪ ঘণ্টায় রুশ গোলাবর্ষণে উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে এক বেসামরিক পুরুষ নিহত হয়েছেন। গত কয়েক মাস ধরেই এই অঞ্চলটিতে রাশিয়ার অব্যাহত হামলা চলছে।

রাজধানী কিয়েভে ছয় ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজতে থাকে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চলীয় খমেলনিৎস্কি অঞ্চলে রুশ ড্রোন হামলায় ১৮টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের প্রধান জানিয়েছেন, সেখানে এক ১৪ বছর বয়সী কিশোর আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category