শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন

ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে ২১ মে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২১৮ Time View

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি আগামী ২১ মে থেকে শুরু হতে পারে। বরাবরের মতো এবারও ঈদের আগে ট্রেনের ৭ দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হতে পারে। সম্ভাব্য ঈদুল আজহার দিন ধরা হয়েছে ৭ জুন।

সোমবার (৫ মে) রেলভবন সূত্রে বিষয়টি জানা গেছে। এ বিষয়ে রেলভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রাথমিক বৈঠকও হয়েছে।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে এবারও বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে আগামী ২১ মে বিক্রি হতে পারে ৩১ মে’র ট্রেনের টিকিট। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ৩০ মে থেকে। ওইদিন বিক্রি হতে পারে ৮ জুনের ট্রেনের টিকিট।

আরও জানা গেছে, টিকিট প্রত্যাশীদের সুবিধার্থে এবারও পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হতে পারে। একজন যাত্রী সর্বোচ্চ একটি রুটে একবারই ৪টি টিকিট কিনতে পারবেন। তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category