শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

মানিকগঞ্জে ২ যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

সিংগাইরে নিখোঁজের একদিন পর ভুট্টাখেতে মিলল অর্ধগলিত লাশ। এছাড়া শিবালয়ে উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের নবগ্রাম এলাকায় আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সকালে সিংগাইর উপজেলার আজিমপুর এলাকার ভুট্টাখেতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ এবং শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে অপর এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যুর বিষয়ে পুলিশ নিশ্চিত না হওয়ায় এ নিয়ে রহস্য দেখা দিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- সিংগাইর উপজেলার দক্ষিণ আজিমপুর গ্রামের আবুল হাসেমের ছেলে আবুল হাসেম (৪৮) এবং হবিগঞ্জ সদর উপজেলার নবীগঞ্জ গ্রামের নেছার আহমেদ চৌধুরীর ছেলে রুমেন আহমেদ চৌধুরী (৪২)। চাচাতো ভাইয়ের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধসহ প্রথম (সাবেক) স্ত্রীর বিরোধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সিংগাইরের দক্ষিণ আজিমপুর গ্রামে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আবুল হোসেন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সোমবার তার মা নবীজান বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সকালে আজিমপুর গ্রামের একটি ভুট্টাখেতে দুর্গন্ধ পেয়ে সেখানে যান স্থানীয় লোকজন। সেখানে তারা আবুল হোসেনের অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে আবুল বিরোধ চলে আসছিল। এছাড়া আগের স্ত্রীর সঙ্গে তার বিরোধ ছিল। এসব বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে শিবালয় থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্যমতে, মঙ্গলবার জেলার শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে রুমেন আহমেদ চৌধুরী (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category