ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে। মাদুরোর পক্ষে আদালতে শুনানি করবেন ডেভিড উইকস্ট্রম। তিনি নিউইয়র্কের অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী হিসেবে পরিচিত। উইকস্ট্রম আদালত থেকে নিয়োগপ্রাপ্ত আইনজীবী।
তবে নিকোলাস মাদুরও সম্ভবত নিজ উদ্যোগে একজন আইনজীবী নিয়োগ করবেন।
এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।
মাদুরো ও তার স্ত্রী ফ্লোরেসকে ইতিমধ্যে নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত চত্বরে নেওয়ার খবর জানিয়েছে নিউইর্য়ক টাইমস। স্থানীয় সময় দুপুর ১২টা তাদের আদালতে তোলার কথা রয়েছে।
শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।
মন্তব্য করুন