শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

নয়াদিল্লির স্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ Time View

ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ১৮ জনের মারা গেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর মধ্যে ১১ জন নারী ও ৪জন শিশু মারা গেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কুম্ভমেলায় যাওয়ার জন্য অপেক্ষায় ছিল যাত্রীরা। দেরীতে ট্রেন আসার পর হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে গিয়ে পদদলিত হেয়ে ১৮ জনা মারা যান।

জরুরি নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনজন মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল পোস্টে তিনি লেখেন, ‘নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের এই ঘটনা সাংঘাতিক বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। প্রশাসন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের পাশে আছে।’

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলওয়ে স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে ১০ জন ভক্ত নিহত হন। দুঘটনায় আহত হন আরও ১৯ জন। প্রয়াগরাজ–মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category