বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা, কৃষিবিদ ডা. মো. শাহাবুদ্দীন মিয়ার মৃত্যুতে আজ শুক্রবার মিলাদের আয়োজন করা হয়েছে।
ঢাকার জিগাতলা মসজিদে এ মিলাদ অনুষ্ঠিত হবে। মিলাদে তার পরিবারের সদস্য, আত্মীয়সহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত রোববার সকালে ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ইন্তেকাল করেন। ঐদিন বাদ আছর মরহুমের রাজধানীর ঝিলাতলা বাসভবনের সামনে স্টাফ কোর্য়াটার মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।
প্রথিতযশা হোমিও শিক্ষা অনুরাগী মুক্তিযোদ্ধা ডা. মো. শাহাবুদ্দীন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথিক ডিগ্রি ( BHMS) কোর্স প্রতিষ্ঠা, সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, সর্বোপরি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় অবিস্মরণীয় অবদান রাখেন।
বিগত দিনে হোমিওপ্যাথিক শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিনি একজন প্রতিবাদী মানুষ ছিলেন। কর্মজীবনে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় কর্মকর্তা ছিলেন।
সর্বোপরি তিনি ছিলেন বাংলাদেশের হোমিওপ্যাথিক প্রসারের অগ্রপথিক।
Leave a Reply