রিপোর্ট বাংলাদেশ~
১২ জুলাই ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে হত্যাকান্ডের বিচার চেয়ে মরদেহ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশ প্রহরী গৌতম গাইন (৩৫) হত্যার ঘটনায় মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গৌতমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি এলাকাবাসীর। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর।

আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া কলে নিজ এলাকায় নিয়ে আসা হয়। পরে বিকেল ৪ টায় গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড় জেকেএমবি উচ্চ বিদ্যালয় সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার তিনশতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

এর আগে ওই এলাকার বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের সামনে এলাকাবাসী জড়ো হয়। এসময় উজানি-জলিরপাড় সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলসহ মরদেহ নিয়ে জেকেএমবি উচ্চ বিদ্যালয়ের সামনে যায়। এসময় তার গৌতম গাইনের হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলরতন বালা, রুপালতা মন্ডল, বিএনপির নেতা চিন্তাহরন মন্ডল।

নিহত গৌতম গাইনের ভাইজি সমর্পিতা গাইন বলেন, আমার কাকা একজন নিরীহ লোক ছিলো। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাকে কেন নৃশংস ভাবে হত্যা করা হলো? কি অপরাধ করেছিলো আমার কাকা? আমার জন্মের পর এমন হত্যাকান্ড দেখিনি। সরকারের কাছে আবেদন এই হত্যাকারিদে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দেয়া হোক।

নিহতের ভাইয়ের স্ত্রী স্বরসতি বৈরাগী বলেন, আজ ছোট দুইটি সন্তান বাবা হারা হলো। অন্যের বাবারা যখন সন্তানদের আদর করবে তখন এই এতিম বাচ্চাদের কি জবাব দিবেন? আমরা চাই আর কোন সন্তান যেন তার বাবাকে না হারায়, আর কোন ভাই যেন ভাই হারানো বেদনা নিয়ে চলতে না হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল জানান, নিহতের স্ত্রী মিলি বৈরাগী বাদি হয়ে একটি অভিযোগ করেছেন। এবিষয়ে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮ টায় বাড়ি থেকে বের হয়ে জেকেএমবি উচ্চ বিদ্যালয় যায় গৌতম। সেখান থেকে নিখোঁজ হন তিনি। ওই রাত কল দিলে মুঠোফোন বন্ধ পায় পরিবারের সদস্যরা। পরেরদিন (বৃহস্পতিবার) মুকসুদপুর থানায় সাধারণ ডায়রি করা হয় (জিডি নং-৫১৫)। শুক্রবার সন্ধ্যার সদর থানা পুলিশ কংশুর মধুমতি বিলরুট চ্যানেল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

গৌতম গাইন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের বিমল গাইনের ছেলে। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ নগরীতে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

কিউবাকে ‘অবিলম্বে চুক্তির আওতায়’ আসতে বললেন ট্রাম্প

মনোনয়ন গ্রহণ-বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮ আপিল মঞ্জুর

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযান জোরদার

ইরানে নতুন করে বিক্ষোভ শুরু

বিক্ষোভে জর্জরিত ইরান ‘বড় বিপদে’, ফের হামলার হুমকি ট্রাম্পের

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি চলছে

ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১: রাশিয়া

ভেনিজুয়েলা হবে আমেরিকার জ্বালানি হাব : মাচাদো

১০

মাদুরোর ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে ডেলসি’র শপথ

১১

সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১০

১২

মাদুরোকে নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে

১৩

যুক্তরাষ্ট্র হামলা করলে অস্ত্র হাতে নেবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৪

আমি নির্দোষ, আমাকে অপহরণ করা হয়েছে

১৫

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা

১৬

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

১৭

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক : ট্রাম্প

১৮

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন

১৯

সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে

২০