রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

‘দিল্লি না ঢাকা’ স্লোগানে উত্তাল নয়াপল্টন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের নিচে এসে শেষ হয়।

বিক্ষোভে ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ভেঙে দাও’, রুশ-ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান, ‘বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা কেন, নরেন্দ্র মোদি জবাব চাই’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের।

বিক্ষোভ সমাবেশে রিজভী বলেন, পতিত স্বৈরাচার হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতের নরেন্দ্র মোদি ষড়যন্ত্র করে যাচ্ছে।

ভারতের মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা গুম, খুন করেছে, এজন্য তো কোনদিন কথা বলেনি। শেখ হাসিনা বিতাড়িত হওয়ায় পর এদেশের মানুষ আনন্দে আছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পাচ্ছে। আমাদের ভালো দিল্লি কখনো ভালো চোখে দেখেনি।

আগরতলায় ডেপুটি কমিশনে আক্রমণ, পতাকা ছেঁড়ে ফেলার তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করে এই নেতা বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, পতাকা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের ১৮ কোটি মানুষের দেশ। আমরা জানি, কি করে দেশের পতাকা সমুন্নত রাখতে হয়।

ভারতের আগ্রাসন বিরোধী এই মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সহ সভাপতি রেহেনা আক্তার শিরীন, ডা. তৌহিদুর রহমান আউয়াল, দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিএনপি, যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category