শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৪১ Time View

পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমে আধা সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বিচ্ছন্নতাবাদীরা। এতে ৭ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রদেশটির পুলিশ অফিসার হাবিব-উর-রহমান বলেছেন, বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমে পাহাড়ী কালাত জেলায় শনিবার ভোরে আধা সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বিচ্ছন্নতাবাদীরা। এতে ৭ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বলে এক মেইলের মাধ্যমে রয়টার্সকে জানিয়েছে পুলিশ।

গোষ্ঠীটি সম্প্রতি তাদের কার্যক্রম আরও গতিশীল করেছে। এর আগে গত সপ্তাহে সৈন্যরা ছুটি কাটাতে বাড়ি যাওয়ার পথে একটি রেলওয়ে স্টেশনে তাদেরকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এতে ১৯ সৈন্যসহ ২৭ জন নিহত হয়েছে।

তারও আগে গত মাসে দক্ষিণ করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলারও দাবি করেছে গোষ্ঠীটি। এতে দুই চীনা প্রকৌশলী নিহত হয়।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী খনিজ ও সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের বৃহত্তর অংশের জন্য বিএলএসহ আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী কয়েক দশক ধরে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category