বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

৩১ জুলাইয়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরির নির্দেশনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪৭ Time View

দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ কাজ সম্পন্ন করতে হবে।

সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় ও সব শিক্ষা প্রতিষ্ঠান যাদের নিজস্ব ওয়েবসাইট নেই বা ওয়েবসাইট থাকলেও হালনাগাদ করা হয়নি, তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের (www.bangladesh.gov.bd) আওতায় নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করতে হবে। সরকারি খরচ সাশ্রয়ের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওয়েবসাইটে যেসব তথ্য রাখতে বলা হয়েছে— প্রতিষ্ঠানের পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত শাখার তথ্য, পাঠদানের তথ্য (শিক্ষক-শিক্ষিকার নাম, রুটিন, পাঠ্যসূচি, নোটিশ ইত্যাদি), এমপিও, যোগাযোগের ঠিকানা ও নম্বর, তথ্য সেবা কেন্দ্র, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য, প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক-কর্মচারীদের তালিকা এবং ব্যবস্থাপনা কমিটির হালনাগাদ তথ্য।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) মডিউলে আপলোড করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category