বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১৭ Time View

জেলার পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে পত্নীতলা ভূমি অফিসের উত্তর পার্শ্বে এ ঘটনাটি ঘটে। মৃত ওয়াজেদ আলী জেলার ধামইরহাট উপজেলার চকচণ্ডি গ্রামের আব্দুল শরিফের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, সে তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

তিনি আরো বলেন, আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ি এসে দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায় । নদীতে ৫জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে গেলে নৌকা ডুবে যায়। ওয়াজেদ সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায়। বন্ধুরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা তাদের চিৎকারে এগিয়ে আসার পর তাকে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় ওয়াজেদ আলীর মৃতদেহ পরিবারের লোকজন নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category