শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৫৬ Time View

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

মিছিলটি ডিআইটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। উপস্থিত ছিলেন নায়েবে আমীর আব্দুল কাইউম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মোখলেসুর রহমান, মাওলানা ওমর ফারুক, এবং প্রচারক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তৃতায় মাওলানা আবদুল জব্বার বলেন: “একজন মুসলমান হিসেবে আমরা অত্যন্ত বিক্ষুদ্ধ ও শোকাহত। ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী, পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করছে। এমন অন্যায় আচরণে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা নারায়ণগঞ্জে শোকাহত হয়ে ইসরাইল বাহিনীর নির্মম বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, জাতিসংঘ ও আমেরিকা কোথায়, তারা মানবতার কথা বলে,? অথচ তাদের ইন্ধনে ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করছে। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুততম সময়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।

মাওলানা আবদুল জব্বার আরো বলেন, আমেরিকা ও যারা ইসরাইলকে সাহায্য করছে, তাদের সাথে বাংলাদেশ সমস্ত সম্পর্ক ছিন্ন করুক। সরকারকে বলতে চাই, বাংলাদেশ থেকে রেড ক্রিসেন্টের মাধ্যমে চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে ফিলিস্তিনি মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে।

তিনি বিশ্বের সকল শান্তিকামী মানুষকে ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান জানান এবং বলেন, আমরা আজকের দিনে বিশ্বকে জানাতে চাই, ফিলিস্তিনের জন্য আমাদের ঐক্য ও সহানুভূতি প্রয়োজন। আমাদের একতাবদ্ধ হতে হবে, যাতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category